মেঘালয়ে উচ্চ মাধ‍্যমিক পরীক্ষায় প্রথম পাথারকান্দির মহিমা সিনহা

13th July 2020 10:27 pm অনান‍্য
মেঘালয়ে উচ্চ মাধ‍্যমিক পরীক্ষায় প্রথম পাথারকান্দির মহিমা সিনহা


ভানুময় চন্দ ( আসাম ) : মেঘাল‌য়ে এইচএস পরীক্ষায় রাজ‌্য সেরা পাথারকা‌ন্দির ম‌হিমা সিনহা।।মেঘালয় রাজ্যের উচ্চতর মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে গোটা রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করল পাথারকা‌ন্দির মহিমা সিনহা।‌সে মেঘালয়ের শিলং‌স্থিত এসটি এ‌্যানথোনি হায়ার সেকেন্ডারী স্কুলের ছাত্রী।আজ পরীক্ষার ফলাফল প্রকা‌শের পর জন্মদাত্রী মা ও স্কুলের অধ্যক্ষ এফ আর এ‌্যানথোনি খারকনঙ্গর ম‌হিমার কৃ‌তি‌ত্বে তা‌কে বু‌কে জ‌ড়ি‌য়ে শু‌ভেচ্ছা জানান।এমন খব‌রে তার স্কুলের ছাত্র ছাত্রীরাও বেজায় খু‌শি।মহিমার পিতার নাম মিহির সিনহা ও মা‌য়ের নাম ড‌লি সিনহা।তা‌দের বা‌ড়ি পাথারকান্দির মুন্ডমালায়।কর্মসূত্রে কৃ‌তিছাত্রী ম‌হিমার পিতা মেঘালয়ে থা‌কেন।তি‌নি ম‌হিমার স্কু‌লের রাষ্ট‌ বিজ্ঞা‌নের অধ‌্যাপক।তাই তার পড়া‌শোনা চ‌লে সেখা‌নইে‌।তার মোট প্রা‌প্তি মার্কস হ‌চ্ছে(চার`শ আঠাশ)।‌শতকরা হার(পাচা‌শি:ছয়)শতাংশ।‌সে ভ‌বিষ‌্যতে আইএএস অ‌ফিসার হ‌তে চায় ব‌লে জা‌নি‌য়ে‌ছে।মেঘাল‌য়ে এ বছর সর্বমোট পরীক্ষায় ব‌সে‌ছিল(চ‌ব্বিশ হাজার আট`শ চৌষ‌ট্রি)জন।তা‌দের ম‌ধ্যে পাশ ক‌রে‌ছে(আঠা‌রো হাজার উনচ‌ল্লিশ)জন।মহিমার চমকপদ ফলাফলে পাথারকা‌ন্দির শিক্ষান‌ুরা‌গি মহল অত‌্যন্ত খু‌শি ব‌্যক্ত ক‌রে তার উজ্জল ভবিষ্যত কামনা করেছেন।এমন খব‌রে পাথারকা‌ন্দির বিধায়ক কৃ‌ষ্ণেন্দ‌ু পাল সহ কং‌গ্রেস নেতা প্রতাপ সিনহা ও যুবকং‌গ্রেস নেতা সচীন সাহু ফোন‌যো‌গে ম‌হিমা‌কে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে তার সুন্দর ভ‌বিষ‌্যত কামনা ক‌রেছেন।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।